প্রকাশিত: Thu, Nov 9, 2023 10:54 PM
আপডেট: Wed, Feb 5, 2025 3:56 PM

[১]নারী ওয়ানডে সিরিজ লাভের ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

তারিক আল বান্না: [২] সফরকারী পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে নারী টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে ইতোমধ্যে দু’দল একটি করে ম্যাচ জিতেছে। ফলে সিরিজে এখন ১-১ ম্যাচে সমতা বিরাজ করছে। শুক্রবার ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান দল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে।    

[৩] তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পর, মঙ্গলবার সিরিজ রক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলো বাংলাদেশের মেয়েরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে সফরকারীদের হারিয়ে সিরিজে সমতা আনে স্বাগতিকরা। ওই ম্যাচে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে ১৭০ রানের জয়ের টার্গেট দেয় টাইগ্রেসরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১ বল হাতে থাকতে ১৬৯ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে ম্যাচ গড়াই সুপার ওভারে। সুপার ওভারে বাংলাদেশকে ৮ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে শেষ বলে বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাচসেরা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

[৪] ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৫ উইকেটে হারায় পাকিস্তান দল। গত শনিবার বাংলাদেশের দেওয়া ৮২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৫১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান। 

[৫] বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এবার হবে ১৫তম লড়াই। এরআগে, দু’দল ১৪টি ম্যাচ খেলেছে। তাতে পাকিস্তান ৭টিতে এবং বাংলাদেশ ৬টিতে জিতেছে। একটি ম্যাচ টাই হয়েছে। সম্পাদনা: এল আর বাদল